পাঁচ উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ২১.৭৭ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাঁচ উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ২১.৭৭ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
পাঁচ উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ২১.৭৭ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ সরকার ও জার্মান সরকারের মধ্যে উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে জিআইজেড (জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশন) কর্তৃক প্রস্তাবিত পাঁচটি প্রকল্পে মোট ২১ দশমিক ৭৭ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেড ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর হেনরিখ জুয়ের্জান শিলিং।

চুক্তির আওতায় বিদ্যুৎ, জ্বালানি, সমাজকল্যাণ, শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পাঁচটি প্রকল্প বাস্তবায়িত হবে।

এর মধ্যে PAP II প্রকল্প বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৯ সালের ৩১ জুলাই পর্যন্ত বাস্তবায়িত হবে। সামাজিকভাবে ন্যায্য ও পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের জন্য প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক ও মানবসম্পদ সক্ষমতা উন্নয়ন এই প্রকল্পের লক্ষ্য। এ খাতে জার্মান সরকার ৯ মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে।

INTEGRATE প্রকল্প সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। এতে ৪ দশমিক ৮ মিলিয়ন ইউরো অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত প্রতিবন্ধী ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্যয় করা হবে।

PRECISE প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত। এতে ৭ মিলিয়ন ইউরো অনুদান দিয়ে বাংলাদেশের টিভেট (TVET) খাতের সক্ষমতা বৃদ্ধির কাজ করা হবে।

GRACE প্রকল্প পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৮ সালের ৩১ জুলাই পর্যন্ত বাস্তবায়িত হবে। এ প্রকল্পে ০ দশমিক ৮ মিলিয়ন ইউরো অনুদান দেওয়া হয়েছে। জলবায়ুবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী ‘গ্রিন এসি’ ব্যবহারে উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য।

এ ছাড়া DS2S প্রকল্পে মেয়াদ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত ০ দশমিক ১৭৫২১২ মিলিয়ন ইউরো অনুদান দেওয়া হয়েছে। এটি একটি আঞ্চলিক প্রকল্প, যা নৈতিকতাভিত্তিক প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে এশিয়া অঞ্চলের শ্রমবাজারে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে কাজ করছে।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে জার্মান সরকার বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। এ পর্যন্ত জার্মানির আর্থিক ও কারিগরি সহায়তার মোট প্রতিশ্রুতি প্রায় ৪ বিলিয়ন ইউরো। বর্তমানে জিআইজেড বাংলাদেশে ১৮টি প্রকল্পে প্রায় ১০০ দশমিক ৭২ মিলিয়ন ইউরো অনুদান সহায়তা প্রদান করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ