পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আনুষ্ঠানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চিফ অব প্রটোকল নূরুল ইসলামের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। এরপর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেবেন।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছান। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে ঢাকা মিশনে যোগদান করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা রয়েছে নবনিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূতের। পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেনের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও সক্রিয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুষ্টচক্রের ফাঁদে অর্থনীতি, ভঙ্গুর বাস্তবতায় আগামী সরকার

দুষ্টচক্রের ফাঁদে অর্থনীতি, ভঙ্গুর বাস্তবতায় আগামী সরকার