ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী আগামীকাল সোমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সময়সীমা ঘনিয়ে আসায় সারা দেশে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচন কমিশন ঘোষিত সূচি অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতিও ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরে ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন তফসিল-সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। সংশোধিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল প্রক্রিয়ায় সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়। এতে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হলেও আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।
ইসি নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রবিবার পর্যন্ত। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রবিবারের মধ্যে।
এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি মঙ্গলবার এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি বুধবার। নির্ধারিত এই ধাপগুলো সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আরও দৃশ্যমান হবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা তফসিল অনুযায়ী প্রতিটি ধাপ বাস্তবায়নে সতর্ক রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে সার্বিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
কসমিক ডেস্ক