ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকালে এই রোডম্যাপ প্রকাশ করা হয়, যেখানে নির্বাচনের আগ পর্যন্ত ধাপে ধাপে প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
রোডম্যাপ অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। এরপর ২৮ জানুয়ারি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ ছাড়া ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাচনি সামগ্রী জেলা সদরগুলোতে পাঠানো হবে বলে রোডম্যাপে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন।
নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। এরপর প্রচারণা বন্ধ থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যেই এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।