মতপ্রকাশের চেয়েও বড় সংকট এখন জীবন রক্ষা: মাহফুজ আনাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মতপ্রকাশের চেয়েও বড় সংকট এখন জীবন রক্ষা: মাহফুজ আনাম

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
মতপ্রকাশের চেয়েও বড় সংকট এখন জীবন রক্ষা: মাহফুজ আনাম ছবির ক্যাপশন:
ad728

মতপ্রকাশের স্বাধীনতা নয়, বর্তমান বাস্তবতায় সাংবাদিকদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বেঁচে থাকার অধিকার—এমন মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টা এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনার প্রতিবাদে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

হামলার দিনের অভিজ্ঞতা তুলে ধরে মাহফুজ আনাম বলেন, সেদিন ভবনের ভেতরে অন্তত ২৬–২৭ জন স্টাফ আটকে পড়েছিলেন। ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি, যা থেকে স্পষ্ট হয়—উদ্দেশ্য শুধু আগুন দেওয়া নয়, মানুষের প্রাণনাশও ছিল লক্ষ্য। তিনি জানান, ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিকদের ঘরে ঘরে গিয়ে হত্যা করার হুমকির কথাও প্রকাশ্যে বলা হয়েছে।

তিনি আরও বলেন, যদি কেবল ভবনে আগুন দেওয়াই উদ্দেশ্য হতো, তাহলে আটকে পড়া মানুষদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া যেত। কিন্তু তা হয়নি। এই বাস্তবতা প্রমাণ করে, মতপ্রকাশের সীমা বহু আগেই পেরিয়ে গেছে; এখন বিষয়টি সরাসরি জীবন ও নিরাপত্তার সঙ্গে জড়িত।

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যরা সংহতি জানান। সভা পরিচালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

বক্তারা বলেন, শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে এই হামলা কোনো একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; এটি গণতন্ত্র, বাকস্বাধীনতা, শিক্ষা ও সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। তারা সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মব সহিংসতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

সভা শেষে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, ডেইলি স্টার, প্রথম আলোসহ সব হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আগামী মাসের মাঝামাঝি একটি বৃহত্তর মহাসম্মেলন আয়োজনের ঘোষণাও দেন।

এই প্রতিবাদ সভায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিশিষ্ট নাগরিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা উপস্থিত থেকে মব সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানের টিকিট জালিয়াতিতে ১০ চক্র শনাক্ত, কার্যক্রম স্থগিত

বিমানের টিকিট জালিয়াতিতে ১০ চক্র শনাক্ত, কার্যক্রম স্থগিত