পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সারা বিশ্বের বিভিন্ন দেশের পর্যবেক্ষকদের আহ্বান করা হয়েছে। তিনি বলেন, “আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনের সময় কেউ গন্ডগোল করতে না পারে।”
শনিবার (২৭ ডিসেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জাতীয় সনদ বাস্তবায়ন প্রচারণার ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউটসহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের পর্যবেক্ষক পাঠাবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
উপদেষ্টা উল্লেখ করেন, মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় এবার ভোটে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছে। তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছার উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষও ভোটের গাড়ি উদ্বোধনে অংশ নেন এবং ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়গুলো প্রত্যক্ষ করেন।
কসমিক ডেস্ক