শিক্ষার্থী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় অনুষদের ডিন। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
ডিনদের পদত্যাগ দাবিতে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী। এর আগে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিনদের কার্যালয়েও তালা দেওয়া হয়। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সঙ্গে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাদের বাগবিতণ্ডা হয়।
দুপুর থেকে বিকাল পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতির পর শিক্ষার্থীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় ডিনদের অপসারণের আশ্বাস দেওয়া হলে প্রশাসন ভবনের তালা খুলে দেওয়া হয়। সন্ধ্যায় এ বিষয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য।
এক ডিন গণমাধ্যমকে জানান, উপাচার্য তাদের ডেকে দায়িত্ব পালন করতে অপারগতার কথা লিখিতভাবে জানাতে বলেছেন। এর পরপরই ছয়জন ডিন দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরও বিষয়টি নিশ্চিত করে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর এসব ডিনের মেয়াদ শেষ হলেও উপাচার্য তাদের মেয়াদ বৃদ্ধি করেন। এর প্রতিবাদে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের আলটিমেটাম দেন। সাম্প্রতিক সময়ে চলমান প্রতিবাদ কর্মসূচিতে এ দাবি আরও জোরালো হয়।
পদত্যাগ করা ডিনরা হলেন— আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এএসএম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আখতার, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক এএইচএম সেলিম রেজা।
এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন জানান, ডিনদের বিষয়ে আগেই আলোচনা হয়েছে এবং দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্যের সভার মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
কসমিক ডেস্ক