আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে শোকজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে শোকজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে শোকজ ছবির ক্যাপশন:
ad728

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোট প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর আমিরের জনসভা উপলক্ষে তোরণ, বিলবোর্ড ও ব্যানার ব্যবহার করা হয়েছে—যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ অভিযোগের ভিত্তিতেই সারজিস আলমকে শোকজ করা হয়েছে।

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে নির্বাচন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রাহকস্বার্থে চালু হলেও সফল হয়নি এমএনপি

গ্রাহকস্বার্থে চালু হলেও সফল হয়নি এমএনপি