নতুন সম্পদশালী বাড়ছে দেশে, তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নতুন সম্পদশালী বাড়ছে দেশে, তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
নতুন সম্পদশালী বাড়ছে দেশে, তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন ছবির ক্যাপশন: নতুন সম্পদশালী বাড়ছে দেশে, তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন
ad728

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে পুনরুদ্ধার ও আয় বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় সাম্প্রতিক তিন মাসে নতুন করে ৭৩৪ জন কোটিপতি তালিকায় যুক্ত হয়েছেন। রাজস্ব বিভাগ ও সংশ্লিষ্ট আর্থিক বিশ্লেষকদের মতে, উচ্চ আয়ের খাতের প্রবৃদ্ধি, ব্যবসায়িক সম্প্রসারণ ও কর–নিবন্ধনের পরিমাণ বাড়ায় কোটিপতির সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

অর্থনীতিবিদদের মতে, দেশে উচ্চ–বিত্ত শ্রেণির আয় দ্রুত বাড়লেও মধ্যবিত্ত ও নিম্ন–আয়ের মানুষের বাস্তব অবস্থা ততটা উন্নত হয়নি। তবে অর্থনৈতিক কাঠামোতে ক্যাপিটাল অ্যাকিউমুলেশন বৃদ্ধি—অর্থাৎ সম্পদ কিছু মানুষের কাছে বেশি কেন্দ্রীভূত হওয়া—এই পরিসংখ্যানে প্রতিফলিত।

এনবিআর–এর তথ্যানুযায়ী, নতুন কোটিপতিরা মূলত রপ্তানি, আমদানি, রিয়েল এস্টেট, শিল্প খাত, বেসরকারি উদ্যোক্তা কার্যক্রম ও মূলধনী বাজারে সক্রিয় ব্যবসায়ীদের মধ্য থেকে এসেছে। কর নেট সম্প্রসারণ ও আর্থিক লেনদেনের ডিজিটালাইজেশন কোটিপতিদের সঠিক হিসাব প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতিতে এই প্রবণতা যেমন বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়, তেমনি আয়–বৈষম্যের বিষয়টিও সামনে এনে দেয়। সমান সুযোগ ও আয়–বণ্টন নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর নীতি প্রয়োজন বলে তারা মন্তব্য করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাজালিয়ায় পাহাড় কাটার অভিযোগে রাতভর যৌথ অভিযান

বাজালিয়ায় পাহাড় কাটার অভিযোগে রাতভর যৌথ অভিযান