ট্রাম্পের বক্তব্যের জবাবে গ্রিনল্যান্ড ইস্যুতে ফ্রান্সের কঠোর সতর্কতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রাম্পের বক্তব্যের জবাবে গ্রিনল্যান্ড ইস্যুতে ফ্রান্সের কঠোর সতর্কতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
ট্রাম্পের বক্তব্যের জবাবে গ্রিনল্যান্ড ইস্যুতে ফ্রান্সের কঠোর সতর্কতা ছবির ক্যাপশন:
ad728

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এটি দখল করার কোনও সুযোগও নেই।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড সফর শেষে দেওয়া এক প্রতিক্রিয়ায় ব্যারো এই বার্তা দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বৈশ্বিক অস্থিরতা, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা—এই প্রেক্ষাপটে ফ্রান্সের অবস্থান পরিষ্কার। তাঁর ভাষায়, গ্রিনল্যান্ড কোনও পণ্য নয় এবং এটি কারও দখলেও যাবে না।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্ক জোরদারে ফ্রান্স অগ্রণী ভূমিকা নেবে। তিনি বলেন, ২০২৬ সালের শুরুতে ফ্রান্স হবে প্রথম ইইউভুক্ত দেশ, যারা গ্রিনল্যান্ডে একটি কনস্যুলেট চালু করবে। পাশাপাশি পার্টনারশিপ ডায়ালগ কমিটি গঠনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার কথাও জানান তিনি।

গ্রিনল্যান্ডকে ইউরোপীয় ভূখণ্ড হিসেবে উল্লেখ করে ব্যারো বলেন, প্রতিবেশীদের অধীনস্ত করে কোনও দেশের গৌরব প্রতিষ্ঠা করা যায় না। তিনি জোর দিয়ে বলেন, গ্রিনল্যান্ড ও ডেনমার্ক একা নয়—ফ্রান্স ও ইউরোপ এখন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

এই সফরের আগেই গ্রিনল্যান্ড ইস্যুতে কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত পাওয়া যায়। গত বুধবার ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেন। অভিযোগ ওঠে, কয়েকজন মার্কিন নাগরিক গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

ডেনিশ সম্প্রচারমাধ্যম ডিআরের খবরে বলা হয়, অন্তত তিনজন মার্কিন নাগরিক গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ব্যক্তিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদেই গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর বিভিন্ন সময়ে তিনি এই ধারণা পুনরায় উত্থাপন করেছেন এবং এমনকি গ্রিনল্যান্ড দখলের হুমকিও দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদুরো আটক: ভেনেজুয়েলার পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতের নজর

মাদুরো আটক: ভেনেজুয়েলার পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতের নজর