বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান; বললেন, 'জিয়াউর রহমানই আমার রাজনৈতিক আদর্শ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান; বললেন, 'জিয়াউর রহমানই আমার রাজনৈতিক আদর্শ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান; বললেন, 'জিয়াউর রহমানই আমার রাজনৈতিক আদর্শ ছবির ক্যাপশন: মুহাম্মদ রাশেদ খান বিএনপিতে যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুলের সঙ্গে
ad728

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ঝিনাইদহ-৪ আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

যোগদানের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য তাঁকে মনোনয়ন দেওয়া হচ্ছে। আমি আশা করি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাশেদ খানকে বিজয়ী করতে কাজ করবেন।’

এর আগে গণঅধিকার পরিষদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে রাশেদ খানকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপিতে যোগ দিয়ে রাশেদ খান বলেন, ‘আমি বিশ্বাস করি, বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি। নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি দেশ ও জনগণের জন্য বিএনপিতে যোগ দিয়ে সংগ্রাম করে যাব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রাশেদ খানের সাহসী বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র আন্দোলনের ভূমিকাকে স্মরণ করে বলেন, ‘বর্তমান প্রজন্মের আরও সাবেক ছাত্রনেতা জাতীয় সংসদসহ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।’

এর আগে বিএনপি জানিয়েছিল, শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার কারণে ঝিনাইদহ-৪ সহ সাতটি আসনে তারা প্রার্থী দিচ্ছে না। অন্যান্য আসনগুলো হলো বগুড়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, পটুয়াখালী-৩, ঢাকা-১২, পিরোজপুর-১ ও যশোর-৫।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শরিয়াভিত্তিক ঋণের ঘোষণায় আসিফ নজরুলকে ধন্যবাদ শায়খ আহমাদুল্ল

শরিয়াভিত্তিক ঋণের ঘোষণায় আসিফ নজরুলকে ধন্যবাদ শায়খ আহমাদুল্ল