একসময় বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে নির্ভরতার নাম ছিলেন নাসির হোসেন। সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছিলেন আলো থেকে। নানান ব্যক্তিগত ও পেশাদার ধাক্কা সামলে চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে ফিরলেও প্রথম কয়েক ম্যাচে ব্যাটে দেখা মেলেনি পুরোনো নাসিরের। বড় ইনিংসের অভাবে অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো পড়ন্ত বেলায়ই পৌঁছে গেছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।
কিন্তু গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সেই ধারণা ভেঙে চুরমার করে দিলেন নাসির। লক্ষ্য ছিল মাত্র ১৩৪ রান। সেই রান তাড়া করতে নেমে নাসির একাই খেলেন ম্যাচ জেতানো ৯০ রানের অপরাজিত ইনিংস।
২১ বলে হাফ সেঞ্চুরি করে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। চলতি বিপিএলেও এটি দ্রুততম ফিফটি। এর আগে রংপুর রাইডার্সের কাইলি মেয়ার্স ২৩ বলে ফিফটি করেছিলেন। নাসিরের ইনিংসে ছিল ১৪টি চার ও দুটি ছক্কা—পুরোটাই ছিল আগ্রাসী ও আত্মবিশ্বাসে ভরা।
তার সঙ্গে ইমাদ ওয়াসিম ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে সঙ্গ দেন। মাত্র ১৪.১ ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস। সাত উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখেন নাসির। তিন ওভারে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এই জয়ে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ চারে ওঠার আশা বাঁচিয়ে রাখল ঢাকা।
এর আগে নোয়াখালী এক্সপ্রেস ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে তোলে ১৩৩ রান। দলের পক্ষে হায়দার আলী করেন ৪৭ রান, মোহাম্মদ নবী অপরাজিত থাকেন ৪২ রানে। ঢাকার পক্ষে ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও নাসির হোসেন একটি করে উইকেট নেন।
দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের লড়াইয়ে রানের পাহাড় গড়ে চট্টগ্রাম। ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৮ রান তোলে তারা। অ্যাডাম রসিংটন ৪৯ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। মাহমুদুল হাসান জয় করেন ৪৪, মেহেদি হাসান ৩৩ ও হাসান নওয়াজ ২৫ রান যোগ করেন।
জবাবে সিলেট টাইটানস ১৮৪ রানে অলআউট হয়ে যায়। আফিফ হোসেনের ৪৬ রানও দলকে জয়ের কাছে নিতে পারেনি। চট্টগ্রাম ১৪ রানে ম্যাচ জিতে ছয় ম্যাচে আট পয়েন্টে পৌঁছে যায়।
আজ আবার মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। প্রতিপক্ষ সিলেট টাইটানস। এই ম্যাচে হারলে ঢাকার প্লে-অফ স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের, যাদের প্লে-অফের সম্ভাবনা এখনো উজ্জ্বল।
কসমিক ডেস্ক