এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন ইএফটিতে পাঠাতে মাউশির জরুরি নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন ইএফটিতে পাঠাতে মাউশির জরুরি নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন ইএফটিতে পাঠাতে মাউশির জরুরি নির্দেশনা ছবির ক্যাপশন:
ad728

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি জানুয়ারি মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থায় প্রেরণের লক্ষ্যে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রবিবার (২৫ জানুয়ারি) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের এমপিও অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটি ব্যবস্থায় প্রদানের কার্যক্রম শুরু করা হয়। এ ব্যবস্থার আওতায় জুলাই ২০২৫ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি এমপিও অর্থ পাঠানো হয়েছে।

পরবর্তীতে আগস্ট ২০২৫ থেকে এমপিও অর্থ ছাড়ের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করা হয়। নতুন ব্যবস্থায় প্রতিষ্ঠানপ্রধানকে অনলাইনের মাধ্যমে বিল সাবমিট করতে হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রমে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও–ইএফটি মডিউলে লগইন করে বিল দাখিল করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ নির্ধারণ করে পৃথকভাবে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতন পাঠানো হবে।

এছাড়া কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত অথবা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা বিল সাবমিটের সময় যথাযথভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মাসে বিধি অনুযায়ী প্রকৃত প্রাপ্যতা নির্ধারণ করেই বিল দাখিল করতে হবে।

মাউশির নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, ইএফটির মাধ্যমে এমপিও অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্য প্রদানের ফলে বেতন প্রেরণে জটিলতা সৃষ্টি হলে অথবা অতিরিক্ত অর্থ পাঠানো হলে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

মাউশি সংশ্লিষ্টরা মনে করছেন, ইএফটি পদ্ধতির মাধ্যমে এমপিও বেতন প্রদান কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে। তবে এ ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়া সফরে পথসভা ও জনসভা করবেন ডা. শফিকুর রহমান

বগুড়া সফরে পথসভা ও জনসভা করবেন ডা. শফিকুর রহমান