নির্বাচনে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে আইজিপির নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে আইজিপির নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
নির্বাচনে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে আইজিপির নির্দেশ ছবির ক্যাপশন: আইজিপি বাহারুল আলম পুলিশ সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায়
ad728

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে। নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের বিশৃঙ্খলার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আইজিপি বাহারুল আলম বলেন, প্রাক-নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ টহল এবং চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করতে হবে। এছাড়া পুলিশের আইনি কাজে কেউ বাধা দিলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে।

তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কারের ব্যাপক প্রচার নিশ্চিত করতে হবে।

সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা। পুলিশ সদর দপ্তরের প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান প্রমুখ।

আইজিপির নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ সতর্ক ও প্রস্তুত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোজার পণ্যে ডাল-চিনিতে পর্যাপ্ত সরবরাহ, তেলে উদ্বেগ

রোজার পণ্যে ডাল-চিনিতে পর্যাপ্ত সরবরাহ, তেলে উদ্বেগ