জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এক বার্তায় এনসিপি জানায়, নির্ধারিত সময়ে দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। তবে সংবাদ সম্মেলনের নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে দলটির পক্ষ থেকে আগাম কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, এর আগেও গতকাল শনিবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। টানা দুই দিনের ব্যবধানে সংবাদ সম্মেলন ডাকায় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে দলটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, নির্বাচনসংক্রান্ত বিষয় কিংবা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কসমিক ডেস্ক