মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি গ্রেফতার । The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি গ্রেফতার ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি গ্রেফতার । ছবির ক্যাপশন: র‍্যাবের অভিযানে গ্রেফতার হওয়া ধর্ষণ মামলার প্রধান আসামি
ad728
যেখানে অন্যায় খুন রাহাজানি,গুম,হত্যা সেখানে রংপুর  দূরবার র ্যাবের(১৩) তৎপরতা সেই স্লোগান (বাংলাদেশ আমার অহংকার) এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অহপরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামি উভয়েই পূর্ব পরিচিত। গত ইং-২৭/১২/২০২৫ তারিখ গ্রেফতারকৃত আসামি কৌশলে ভিকটিমকে তার বাড়িতে নিয়ে যায় এবং ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইং-২৮/১২/২০২৫ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি তার নিজ বাড়ীর শয়ন কক্ষে ভিকটিমকে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫ অধ্যাদেশ) এর ৯ (ক) (১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩, তারিখ-৩১/১২/২০২৫ খ্রিঃ। 

 ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

উক্ত মামলা রুজু হওয়ার পর থেকেই র‌্যাব ছায়াতদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ইং- ১২/০১/২০২৬ তারিখ সন্ধ্যা ০৬.১০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিএসসি এবং র‌্যাব-২, সিপিসি-১, মোহাম্মদপুর, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপির কাফরুল থানাধীন শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা- মোঃ মনছুর আলী ওরফে ভিত্তু, সাং- খোর্দ্দ নারায়নপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুলশানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ, জানাজা ও দাফনের প্রস্তুত

গুলশানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ, জানাজা ও দাফনের প্রস্তুত