নয়াপাড়া ক্যাম্পে আধিপত্যের লড়াই, প্রাণ গেল এক রোহিঙ্গার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নয়াপাড়া ক্যাম্পে আধিপত্যের লড়াই, প্রাণ গেল এক রোহিঙ্গার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
নয়াপাড়া ক্যাম্পে আধিপত্যের লড়াই, প্রাণ গেল এক রোহিঙ্গার ছবির ক্যাপশন:
ad728

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নুর কামাল (২৫)। তিনি নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং আবুল কালামের ছেলে।

শুক্রবার (৯ জানুয়ারি) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

এডিআইজি কাউছার সিকদার জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামালের নেতৃত্বাধীন গ্রুপ এবং খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এপিবিএন অধিনায়ক আরও জানান, নিহত নুর কামাল ক্যাম্পের চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তিনি নিজের নামেই একটি সশস্ত্র গ্রুপ গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

রাতে সংঘর্ষের খবর পেয়ে এপিবিএনের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও পুলিশের উপস্থিতির আগেই সংঘর্ষে জড়িত অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অর্ধশতাব্দী পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা

অর্ধশতাব্দী পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা