কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ প্রায় ৬ কোটি টাকা মূল্যের অবৈধ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) ভোরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নাইট্যংপাড়া এলাকার ইসমাইলের ছেলে জুনায়েদ প্রকাশ মুন্না (২৪) এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের পেরানপুর এলাকার বাসিন্দা পেরান আলীর ছেলে রোহিঙ্গা নাগরিক হামিদ উল্লাহ (৩৭)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জুনায়েদের বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুদ থাকার গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনী অভিযান চালায়। অভিযানে জুনায়েদ ও তার সহযোগী হামিদ উল্লাহকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী জুনায়েদের বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড বিদেশি গুলি, ১২৬ পিস ইয়াবা, দুটি ওয়াকিটকি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানায়, আটক ব্যক্তিদের এবং জব্দ করা অস্ত্র ও মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।