বনশ্রীর বাসায় পাওয়া গেল দশম শ্রেণির ছাত্রীর গলাকাটা মরদেহ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বনশ্রীর বাসায় পাওয়া গেল দশম শ্রেণির ছাত্রীর গলাকাটা মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
বনশ্রীর বাসায় পাওয়া গেল দশম শ্রেণির ছাত্রীর গলাকাটা মরদেহ ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্কুলছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ফাতেমা আক্তার লিলি (১৭) স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার (১০ জানুয়ারি) দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে ফরাজী হাসপাতাল থেকে লিলির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, লিলির বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামে। তার বাবা সজীব মিয়া। পড়াশোনার সুবাদে পরিবারটি বনশ্রী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

নিহতের বড় বোন শোভা জানান, জমিজমা সংক্রান্ত কাজে তাদের বাবা-মা গত বুধবার (৭ জানুয়ারি) গ্রামের বাড়িতে যান। বাসায় তখন দুই বোন ছিলেন। পরিবারের একটি হোটেলের ব্যবসা রয়েছে, যেখানে মিলন নামে একজন কর্মচারী কাজ করেন।

শোভা বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে খাবার নিতে বাসায় এসেছিলেন ওই কর্মচারী। সে সময় লিলির সঙ্গে তার কিছুটা কথাকাটাকাটি হয়। শনিবার দুপুরের দিকেও মিলন খাবার নিতে বাসায় আসেন। ওই সময় তিনি (শোভা) জিমে ছিলেন। জিম থেকে ফিরে এসে ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, ঘরের ভেতরে একটি বড় পাতিলজাতীয় জিনিসের নিচে লিলিকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত লেগেছে মনে হলেও পরে হিজাব সরিয়ে দেখেন, তার গলায় রশি প্যাঁচানো এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হোটেলের কর্মচারী মিলনের ওপর সন্দেহ প্রকাশ করা হয়েছে।

শোভা অভিযোগ করেন, বোনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা আশপাশের কেউ এগিয়ে আসেননি। পরে এক বন্ধুর সহায়তায় রিকশায় করে লিলিকে ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “হাসপাতালে গিয়ে আমরা লিলির গলাকাটা মরদেহ পাই। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে।”

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুলকে অব্যাহতির সিদ্ধান্ত

বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুলকে অব্যাহতির সিদ্ধান্ত