প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: সম্পাদকদের সঙ্গে ফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: সম্পাদকদের সঙ্গে ফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 19, 2025 ইং
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: সম্পাদকদের সঙ্গে ফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা ছবির ক্যাপশন:
ad728

দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই আলাপকালে তিনি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের ওপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা তাঁকে ব্যক্তিগতভাবে ব্যথিত করেছে। তিনি আশ্বস্ত করে বলেন, এই দুঃসময়ে সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশে রয়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

ড. ইউনূস আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাতের শামিল। এমন ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক এবং তা কোনোভাবেই কাম্য নয়।

টেলিফোনে আলাপকালে তিনি সম্পাদকদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি খুব শিগগিরই দুই সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে সৃষ্ট ক্ষোভ ও বিক্ষোভের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে