মাঠে গড়াল রাজনৈতিক উত্তাপ? টসের সময় হাত মেলালেন না ভারত-বাংলাদেশ অধিনায়করা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাঠে গড়াল রাজনৈতিক উত্তাপ? টসের সময় হাত মেলালেন না ভারত-বাংলাদেশ অধিনায়করা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
মাঠে গড়াল রাজনৈতিক উত্তাপ? টসের সময় হাত মেলালেন না ভারত-বাংলাদেশ অধিনায়করা ছবির ক্যাপশন:
ad728

ক্রিকেট মাঠে সৌজন্য ও ক্রীড়াসুলভ আচরণ বরাবরই গুরুত্ব পেয়ে এসেছে। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগেই সেই সৌজন্যের ব্যত্যয় ঘটায় শুরু হয়েছে নতুন বিতর্ক। টসের সময় দুই দলের প্রতিনিধিদের মধ্যে করমর্দন না হওয়াকে কেন্দ্র করে মাঠে ও মাঠের বাইরে আলোচনা তুঙ্গে।

শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত হয় যুব বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচটি। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই টস অনুষ্ঠানে ঘটে অস্বস্তিকর ঘটনা। নিয়ম অনুযায়ী টসের পর দুই দলের অধিনায়কের মধ্যে করমর্দনের রেওয়াজ থাকলেও এদিন তা দেখা যায়নি।

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসের সময় প্রস্তুত না থাকায় সহঅধিনায়ক জাওয়াদ আবরার দায়িত্ব পালন করেন। ভারতের হয়ে টস করতে আসেন অধিনায়ক আয়ুশ মাত্রে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে আয়ুশ কয়েন ছুড়ে টস সম্পন্ন করেন। আবরার ‘টেল’ ডাকেন এবং ভাগ্য সহায় হয়ে টস জিতে নেয় বাংলাদেশ।

তবে টস শেষ হওয়ার পরপরই আয়ুশ মাত্রে কোনো ধরনের সৌজন্য বিনিময় ছাড়াই সেখান থেকে সরে যান। একইভাবে বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরারও করমর্দনের উদ্যোগ নেননি। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

অনেক ক্রিকেট বিশ্লেষক এই ঘটনাকে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে সৌজন্যবর্জনের প্রবণতার সঙ্গে মিলিয়ে দেখছেন। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন এড়িয়ে যাওয়ার সাম্প্রতিক নজিরের সঙ্গে তুলনা করছেন অনেকে। এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন না করায় বিষয়টি আলোচনায় আসে।

বিশ্লেষকদের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনও এই ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না নেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল পাঠানো নিয়ে বাংলাদেশের অবস্থানসহ একাধিক ইস্যু দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে প্রভাব ফেলেছে বলে মত তাদের।

এমন প্রেক্ষাপটে যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। টসের সময় করমর্দন না হওয়ার ঘটনাকে অনেকেই দুই দেশের সম্পর্কের বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই উত্তাপ ম্যাচের ভেতরে কতটা প্রভাব ফেলে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল অর্ধেকের বেশি বাং

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল অর্ধেকের বেশি বাং