গুলশানে তারেক রহমান–১২ দলীয় জোট নেতাদের বৈঠক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গুলশানে তারেক রহমান–১২ দলীয় জোট নেতাদের বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
গুলশানে তারেক রহমান–১২ দলীয় জোট নেতাদের বৈঠক ছবির ক্যাপশন:
ad728

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। এ সময় তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল।

১২ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষস্থানীয় নেতা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আত্মপ্রকাশ করতে প্রস্তুতি নেওয়া একটি নতুন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। দলটির পক্ষ থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে সদ্য পদত্যাগ করা অনিক রায় এবং মীর হুযাইফা আল-মামদূহ তারেক রহমানের সঙ্গে দেখা করেন। তাঁরা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের দাওয়াত নিয়ে যান বলে জানা গেছে।

এ বিষয়ে মীর হুযাইফা আল-মামদূহ জানান, পূর্বনির্ধারিত অন্য একটি কর্মসূচির কারণে আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তারেক রহমান। তবে তিনি নতুন রাজনৈতিক দলের জন্য শুভকামনা জানিয়েছেন।

এদিকে বুধবার সন্ধ্যায় ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক ফ্রেমে বাঁধানো একটি কার্টুনচিত্র গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কার্টুনিস্ট উদয় এই কার্টুনটি উপহার দেন। কার্টুন গ্রহণ করে তারেক রহমান শিল্পী উদয়কে ধন্যবাদ জানান।

এ ছাড়া একই দিনে গুলশানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী। সাক্ষাৎকালে তারেক রহমান তাঁর হাতে একটি প্রকাশিত বই তুলে দেন। পরে আব্দুল্লাহিল আমান আযমী সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাতের ছবি ও ভিডিও প্রকাশ করে জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আনুষ্ঠানিকভাবে শোক জানানো এবং শোক বইতে স্বাক্ষর করাই ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৮ জানুয়ারি কক্সবাজারে তারেক রহমান, শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

১৮ জানুয়ারি কক্সবাজারে তারেক রহমান, শহীদ ওয়াসিমের কবর জিয়ারত