নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ১৪৭ শতাংশ পর্যন্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ১৪৭ শতাংশ পর্যন্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ১৪৭ শতাংশ পর্যন্ত ছবির ক্যাপশন:
ad728

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। কমিশন বুধবার (২১ জানুয়ারি) বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের প্রতিবেদন জমা দেবে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা কার্যকর করা হবে।

জানা গেছে, বেতন কমিশনের প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে অনলাইনে জরিপের মাধ্যমে ২ লাখ ৩৬ হাজার অংশগ্রহণকারীর মতামত গ্রহণ করা হয়েছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সামাজিক বাস্তবতা ও কর্মচারীদের জীবনমান—এসব বিষয় গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করেছে কমিশন।

প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা বলা হয়েছে। পুরোপুরি কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করেছে। পাশাপাশি, এতদিন ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা যে যাতায়াত ভাতা পেতেন, তা সম্প্রসারণ করে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

নতুন বেতন কাঠামোয় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও সুবিধা পাচ্ছেন। যেসব পেনশনভোগী মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাঁদের পেনশন প্রায় ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মাসিক ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য প্রস্তাবিত বৃদ্ধি ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের জন্য ৫৫ শতাংশ।

এছাড়া, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের জন্য চিকিৎসা ভাতা বাড়িয়ে মাসে ১০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে বয়সভেদে চিকিৎসা ভাতা ৮ হাজার টাকা। ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

বাড়িভাড়ার ক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক কম হারে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে ১১তম থেকে ২০তম গ্রেডে বাড়িভাড়ার হার তুলনামূলক বেশি রাখার সুপারিশ রয়েছে।

সূত্র জানায়, এই প্রতিবেদন দাখিলের পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন গঠন করে তাদের বেতন কাঠামো চূড়ান্ত করা হবে।

এর আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে-স্কেল সংক্রান্ত এই সুপারিশে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন। তবে তিনি সতর্ক করে বলেন, কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে। প্রতিবেদন জমার পর বিভিন্ন কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যা কার্যকর হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখার নির্দেশ জামায়াত আমিরের

নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখার নির্দেশ জামায়াত আমিরের