কোনো বাড়ি-গাড়ি নেই, সম্পদহীন তারেকের মনোনয়ন বৈধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কোনো বাড়ি-গাড়ি নেই, সম্পদহীন তারেকের মনোনয়ন বৈধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
কোনো বাড়ি-গাড়ি নেই, সম্পদহীন তারেকের মনোনয়ন বৈধ ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামার তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে তারেক রহমান সবচেয়ে কম সম্পদের মালিক।

হলফনামায় দেওয়া তথ্যে দেখা যায়, তারেক রহমানের নিজের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, প্লট কিংবা গাড়ি নেই। এমনকি উত্তরাধিকার সূত্রেও তিনি কোনো স্থাবর সম্পত্তির মালিক নন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন কোনো প্লট বা ফ্ল্যাটও তার নামে নেই। তার হাতে নগদ অর্থের পরিমাণ শূন্য দেখানো হয়েছে।

হলফনামা অনুযায়ী, তারেক রহমানের নিজের বা তার স্ত্রীর নামে কোনো স্বর্ণালংকার নেই। এমনকি এক ভরি স্বর্ণের মালিকানার তথ্যও তিনি উল্লেখ করেননি। শেয়ারবাজারে তার কোনো বিনিয়োগ নেই এবং কোনো ধরনের বিমা পলিসিও নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তার নামে কোনো ইলেকট্রনিক সামগ্রী বা আসবাবপত্রের তথ্য পাওয়া যায়নি। কৃষি বা অকৃষি—কোনো ধরনের জমির মালিকানাও নেই তার। অর্থাৎ স্থাবর ও অস্থাবর সম্পদের দিক থেকে তারেক রহমান কার্যত সম্পদহীন প্রার্থী হিসেবেই বিবেচিত হচ্ছেন।

পেশায় নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় মাত্র সাড়ে ৪ লাখ টাকা। এতে দেখা যায়, তার মোট ঘোষিত সম্পদের পরিমাণ ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা। এর মধ্যে ব্যাংকে জমাকৃত অর্থও অত্যন্ত সীমিত। ডাচ্-বাংলা ব্যাংকে তার নামে জমা রয়েছে মাত্র ৮ হাজার ৮৫৫ টাকা।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের কোনো ব্যাংক ঋণ নেই এবং ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো দেনাও নেই। অর্থাৎ তিনি কোনো আর্থিক দায়ে জড়িত নন।

আয়কর সংক্রান্ত তথ্যে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তিনি গত বছরে মাত্র ৫ হাজার টাকা আয়কর পরিশোধ করেছেন। এ তথ্যও তার সীমিত আয়ের বিষয়টি স্পষ্ট করে।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত নির্বাচনী হলফনামায় প্রার্থীদের বিপুল সম্পদের তথ্য উঠে আসে। সেখানে তারেক রহমানের সম্পদ সংক্রান্ত এই ঘোষণা ব্যতিক্রমী হিসেবে আলোচনায় এসেছে। সম্পদের দিক থেকে তিনি এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে গরিব হিসেবে চিহ্নিত হচ্ছেন।

ঢাকা-১২ আসনে তার এই মনোনয়ন ও সম্পদের তথ্য ভোটারদের মধ্যে কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভারতের আসামে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ, নিরাপত্তা কারণে ভিস

ভারতের আসামে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ, নিরাপত্তা কারণে ভিস