আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের অবস্থান নিয়ে সরব হয়েছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম) প্রধান আসাদ উদ্দিন ওয়েইসি। তিনি প্রশ্ন তুলেছেন, একজন বাংলাদেশি নাগরিককে যদি আইপিএল দল থেকে বাদ দেওয়া যায়, তবে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে কিছু সংগঠনের বিক্ষোভের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এই ঘটনাকে সামনে রেখে ভারতের ভিন্নমুখী অবস্থানের সমালোচনা করেন ওয়েইসি।
গত শনিবার মুম্বাইয়ে আয়োজিত এক সভায় বক্তব্য দিতে গিয়ে ওয়েইসি বলেন, বিজেপি সাধারণ মানুষকে দেখাতে চাইছে যে তারা একজন বাংলাদেশিকে—মুস্তাফিজুর রহমানকে—ভারত থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু একই সময়ে আরেকজন বাংলাদেশি নাগরিক, যিনি দিল্লিতে অবস্থান করছেন এবং যাকে তিনি ‘মোদির বোন’ হিসেবে উল্লেখ করেন, তাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না—সে প্রশ্নের উত্তর তারা দিচ্ছে না।
ওয়েইসি সভায় উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, তারা কি চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। উপস্থিত জনতার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর তিনি স্লোগান দেওয়ার আহ্বান জানান। এরপর সভাস্থলে স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
বক্তব্যের একপর্যায়ে ওয়েইসিকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে এই জনকণ্ঠ যেন পৌঁছে যায়—মানুষ চাইছে শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় রাজনৈতিক বক্তব্যের এই প্রতিক্রিয়া নতুন করে ভারতীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, খেলাধুলার একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আশ্রয়, নাগরিকত্ব ও কূটনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠছে।