ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি গ্রহণ করা হচ্ছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় দিনে ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল ৫টা পর্যন্ত এসব আপিলের শুনানি গ্রহণ করবেন।
এর আগে শনিবার আপিল শুনানির প্রথম দিন অনুষ্ঠিত হয়। প্রথম দিনে মোট ৭০টি আপিলের শুনানি গ্রহণ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়। এ ছাড়া ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং তথ্যগত অসংগতির কারণে তিনটি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনের শুনানিতে মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে একটি ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজন প্রার্থীর মনোনয়ন আপিল শুনানিতে বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল শুনানির কার্যক্রম চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। ঘোষিত সূচি অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে।
ইসি কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রতিদিনের শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে। একই সঙ্গে রায়ের পিডিএফ কপি এবং আপিলের সিদ্ধান্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও অন্যান্য পক্ষের ই-মেইল ঠিকানায় পাঠানো হবে। এসব সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
এ ছাড়া ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত শুনানির রায়ের অনুলিপি আগামী ১২ জানুয়ারি নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে ইসি সচিবালয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এসব আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুতের প্রক্রিয়া এগিয়ে যাবে।
কসমিক ডেস্ক