কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড ছবির ক্যাপশন: ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক বালু ভর্তি ট্রলি (ফাইল ছবি)
ad728

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে উত্তোলিত অবৈধ বালু পরিবহনের অপরাধে শ্যালো মেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

রবিবার (০৪ জানুয়ারী) সকাল এগারোটার দিকে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন। 

জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদীর বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছে। রবিবার ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে গেলেও বালু ভর্তি ট্রলিসহ আটক হন ৩ ট্রলি চালক। আটককৃতরা হলেন,উপজেলার সমন্বয় পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮) চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ)ও ১৫(১) ধারায় আটক ৩ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসাইন জানান,  নদীর চর থেকে বালু উত্তোলনের অপরাধে


নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন : রুমিন ফারহানা

আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন : রুমিন ফারহানা