গাজায় আন্তর্জাতিক এনজিও নিষিদ্ধ করায় ইসরাইলের সমালোচনায় জাতিসংঘ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাজায় আন্তর্জাতিক এনজিও নিষিদ্ধ করায় ইসরাইলের সমালোচনায় জাতিসংঘ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
গাজায় আন্তর্জাতিক এনজিও নিষিদ্ধ করায় ইসরাইলের সমালোচনায় জাতিসংঘ ছবির ক্যাপশন:
ad728

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। এই সিদ্ধান্তে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, গুতেরেস ইসরাইলকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক এনজিওগুলো জীবনরক্ষাকারী মানবিক কার্যক্রম পরিচালনায় অপরিহার্য ভূমিকা পালন করে। তাঁর মতে, এ ধরনের নিষেধাজ্ঞা যুদ্ধবিরতির সময়ে অর্জিত ভঙ্গুর অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, এই সাম্প্রতিক পদক্ষেপ ফিলিস্তিনিদের মানবিক সংকটকে আরও গভীর করবে। কারণ গাজায় খাদ্য, চিকিৎসা ও আশ্রয় সহায়তা প্রদানে এসব সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবেদন অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের ফিলিস্তিনি কর্মীদের তালিকা ভাগাভাগি করতে অস্বীকৃতি জানানোর পর বৃহস্পতিবার ইসরাইল ৩৭টি বিদেশি মানবিক সংস্থাকে গাজা উপত্যকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। নিষিদ্ধ সংস্থাগুলোর মধ্যে রয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ), যাদের ফিলিস্তিনি অঞ্চলে প্রায় ১ হাজার ২০০ কর্মী রয়েছেন। তাঁদের অধিকাংশই গাজায় কাজ করছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা এনজিওগুলোকে আগামী ১ মার্চের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি সংস্থা বলেছে, আরোপিত শর্তগুলো আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।

ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, নতুন এই নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্য হলো এমন সংস্থাগুলোকে কার্যক্রম থেকে বিরত রাখা, যাদের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ রয়েছে।

এদিকে, গত বৃহস্পতিবার ১৮টি ইসরাইল-ভিত্তিক বামপন্থী এনজিও এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, নতুন নিবন্ধন কাঠামো মানবিক কার্যক্রমের স্বাধীনতা ও নিরপেক্ষতার মৌলিক নীতির লঙ্ঘন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরাইল গাজায় যে ব্যাপক সামরিক অভিযান শুরু করে, তার পর গত অক্টোবর থেকে সেখানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে সেখানে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ আল-শাওয়া বলেন, ২০ লাখ বাসিন্দার মধ্যে প্রায় ১৫ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে