চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল, সিলেটে বাড়ল ম্যাচ; প্রকাশিত হলো নতুন সূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল, সিলেটে বাড়ল ম্যাচ; প্রকাশিত হলো নতুন সূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল, সিলেটে বাড়ল ম্যাচ; প্রকাশিত হলো নতুন সূচি ছবির ক্যাপশন: ভেন্যু পরিবর্তনের পর সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ম্যাচগুলো
ad728

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে চট্টগ্রাম পর্ব বাতিল করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। চট্টগ্রামের নির্ধারিত ম্যাচগুলো সিলেটে স্থানান্তর করা হয়েছে এবং এ কারণে সিলেট পর্বের সময়সীমা বাড়ানো হয়েছে।

আগে যেখানে সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেটি চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে ঢাকায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।

তিনি জানান, সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ জাতীয় দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখার লক্ষ্যেও ভেন্যু পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়।

এদিকে মঙ্গলবারই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিপিএলের দিনের দুটি ম্যাচ স্থগিত করা হয়। ওই ম্যাচ দুটি এখন অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

নতুন সূচি অনুযায়ী সিলেট পর্বে মোট ১২ দিন খেলা অনুষ্ঠিত হবে। এই পর্বে সিলেট টাইটানস, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্স অংশ নেবে। প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় দুটি করে ম্যাচ রাখা হয়েছে।

সিলেট পর্বের উল্লেখযোগ্য ম্যাচসূচি

  • ১ জানুয়ারি:
    দুপুর ১টা: সিলেট টাইটানস–ঢাকা ক্যাপিটালস
    সন্ধ্যা ৬টা: রংপুর রাইডার্স–রাজশাহী ওয়ারিয়র্স

  • ৪ জানুয়ারি (স্থগিত ম্যাচ):
    দুপুর ১টা: সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস
    সন্ধ্যা ৬টা: ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স

  • ১২ জানুয়ারি (শেষ দিন):
    দুপুর ১টা: সিলেট টাইটানস–রংপুর রাইডার্স
    সন্ধ্যা ৬টা: রাজশাহী ওয়ারিয়র্স–ঢাকা ক্যাপিটালস

সিলেট পর্ব শেষে ১৫ জানুয়ারি থেকে বিপিএল ঢাকায় স্থানান্তরিত হবে। সেখানে লিগ পর্বের ম্যাচের পাশাপাশি প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

ঢাকা পর্বের সূচি

  • ১৯ জানুয়ারি: প্রথম এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার

  • ২১ জানুয়ারি: কোয়ালিফায়ার

  • ২৩ জানুয়ারি: ফাইনাল

বিপিএলের ভেন্যু পরিবর্তন নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা হতাশা থাকলেও আয়োজকরা আশা করছেন, নতুন সূচিতে টুর্নামেন্টের মান ও সম্প্রচার ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না। বরং সময়োপযোগী এই সিদ্ধান্তে প্রতিযোগিতা আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, দ্বিপক্ষীয় স্বা

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, দ্বিপক্ষীয় স্বা