আকিজ সিমেন্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ আট শ্রমিক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আকিজ সিমেন্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ আট শ্রমিক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
আকিজ সিমেন্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ আট শ্রমিক ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আকিজ সিমেন্ট কারখানা—যেখানে কম্প্রেসর বিস্ফোরণের ঘটনা ঘটে।
ad728

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় অবস্থিত আকিজ সিমেন্ট কারখানায় একটি এয়ার কম্প্রেসর বিস্ফোরণের ঘটনায় আট শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানার ভেতরে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর খবর পেয়ে স্থানীয় লোকজন কারখানার ফটকের সামনে ভিড় জমান। কারখানার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের সহায়তায় দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন কারখানার গাড়িচালক হান্নান এবং শ্রমিক মঞ্জুর, হাবিব, রাকিবুল, খোরশেদ, তারেক ও ফেরদৌসসহ মোট আটজন। আহতদের শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়া জখম হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার রাতে আকিজ সিমেন্ট কারখানার পলি ফাইবার সেকশনে উৎপাদন কার্যক্রম চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি এয়ার কম্প্রেসর বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে কারখানার ওই অংশের জানালার কাচ ভেঙে যায় এবং সেখানে কর্মরত শ্রমিকরা আগুনে দগ্ধ হন। এ ঘটনায় কারখানার অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ সঞ্জয় খান জানান, কারখানার পলি ফাইবার ইউনিটে—যেখানে সিমেন্টের ব্যাগ তৈরি করা হয়—হিট এক্সচেঞ্জ নামের একটি কম্প্রেসর মেশিন বিস্ফোরিত হয়। এতে আট শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, বিস্ফোরণে দগ্ধ আট শ্রমিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁরা ঝুঁকিমুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার পর কারখানার নিরাপত্তাব্যবস্থা ও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই দুর্ঘটনা আবারও শিল্পকারখানায় শ্রমিকদের নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতির ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এনেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

খালেদা জিয়ার জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান