প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত ছবির ক্যাপশন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ের প্রতীকী দৃশ্য
ad728

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণের কথা উল্লেখ করে শুক্রবার (২৬ ডিসেম্বর) নির্ধারিত এই পরীক্ষাটি সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার আয়োজন সংক্রান্ত কিছু বাস্তব ও প্রশাসনিক জটিলতার কারণে পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে পরীক্ষার্থীদের সাময়িক ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সরকারি ঘোষণার প্রতি নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষাটি ঘিরে বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। ফলে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার আগ পর্যন্ত পরীক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উৎপাদন খরচ বাড়ছে, দুর্বল হচ্ছে যুক্তরাষ্ট্রের শিল্প খাত

উৎপাদন খরচ বাড়ছে, দুর্বল হচ্ছে যুক্তরাষ্ট্রের শিল্প খাত