বিপিএলে একই জার্সিতে বাবা-ছেলে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিপিএলে একই জার্সিতে বাবা-ছেলে

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
বিপিএলে একই জার্সিতে বাবা-ছেলে ছবির ক্যাপশন: নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল—বিপিএলে বাবা-ছেলের বিশেষ মুহূর্ত।
ad728

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে এক অনন্য অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডে জায়গা পেয়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি এবং তাঁর ছেলে, তরুণ ওপেনার হাসান ইসাখিল। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আগেই নোয়াখালী এক্সপ্রেসে যুক্ত হন নবি। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করা হয় হাসান ইসাখিলকেও।

দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে জানানো হয়, বাবা-ছেলে একসঙ্গে নোয়াখালী এক্সপ্রেসের যাত্রায় যুক্ত হচ্ছেন। এই ঘোষণার পর থেকেই বিপিএল দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোচনা বেড়েছে।

উনিশ বছর বয়সী হাসান ইসাখিল ইতোমধ্যে বয়সভিত্তিক ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে।

অন্যদিকে, চল্লিশ বছর বয়সেও মোহাম্মদ নবি আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিকভাবে কার্যকর ভূমিকা রেখে চলেছেন। ব্যাট ও বল—দুই বিভাগেই তাঁর অভিজ্ঞতা নোয়াখালী এক্সপ্রেসের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। নবি জানিয়েছেন, ভবিষ্যতে জাতীয় দলেও ছেলের সঙ্গে একসঙ্গে খেলার স্বপ্ন তিনি লালন করেন এবং হাসানকে নিয়মিত পরিশ্রম ও শৃঙ্খলার পথে এগিয়ে যেতে উৎসাহ দেন।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল ২০২৪। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। বাবা-ছেলের এই যুগল উপস্থিতি মাঠে ও মাঠের বাইরে বিপিএলে ভিন্নমাত্রা যোগ করবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডে রয়েছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, আহত ৪৬

কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, আহত ৪৬