কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের বড় ধাক্কা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের বড় ধাক্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের বড় ধাক্কা ছবির ক্যাপশন:
ad728

একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-তে অন্তর্ভুক্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ার মূল্য আনুষ্ঠানিকভাবে শূন্য (জিরো) ঘোষণা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ঋণাত্মক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকের কাছে এ বিষয়ে পৃথক চিঠি পাঠায়। চিঠিতে উল্লেখ করা হয়, মূল্যায়নের ভিত্তিতে এসব ব্যাংকের শেয়ার মূল্য লিখে শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ‘ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স, ২০২৫’-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্যায়নে দেখা গেছে, সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৩৫০ টাকা থেকে ৪২০ টাকা পর্যন্ত ঋণাত্মক অবস্থায় রয়েছে। ফলে বিদ্যমান শেয়ারমূল্য বহাল রাখা সম্ভব নয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একীভূত ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমকে একটি টেকসই কাঠামোর মধ্যে আনতেই শেয়ার পুনর্মূল্যায়ন ও শূন্য ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নিরাপত্তা শঙ্কায় বুলেটপ্রুফ জ্যাকেট পরে ভোটের মাঠে স্বতন্ত্র

নিরাপত্তা শঙ্কায় বুলেটপ্রুফ জ্যাকেট পরে ভোটের মাঠে স্বতন্ত্র