ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের ছবির ক্যাপশন:
ad728

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

সোমবার (১২ জানুয়ারি) ইউএস ভার্চুয়াল এমবাসি ইরান এক নিরাপত্তা সতর্কবার্তায় জানায়, ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজস্ব ব্যবস্থায় যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করতে হবে। একই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করার জন্য।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ইরান থেকে স্থলপথে বের হওয়ার কিছু সীমান্ত এখনো খোলা রয়েছে। এর মধ্যে আর্মেনিয়ার সঙ্গে আগারাক–নোরদুজ সীমান্ত এবং তুরস্কের সঙ্গে গুরবুলাক–বাজারগান, কাপিকয়–রাজিএসেন্দেরে–সেরো সীমান্ত ব্যবহার করা যেতে পারে।

তবে যুক্তরাষ্ট্র জানায়, তুর্কমেনিস্তানের সীমান্ত খোলা থাকলেও সেখানে প্রবেশের জন্য আগাম বিশেষ অনুমতির প্রয়োজন হবে। অন্যদিকে আজারবাইজানে প্রবেশ বর্তমানে সীমিত রয়েছে। একই সঙ্গে আফগানিস্তান, ইরাক ও পাকিস্তান-ইরান সীমান্ত ব্যবহার করে ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

ইরানজুড়ে চলমান বিক্ষোভ, নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ আরোপের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এতে দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাম্পের বক্তব্যের জবাবে গ্রিনল্যান্ড ইস্যুতে ফ্রান্সের কঠো

ট্রাম্পের বক্তব্যের জবাবে গ্রিনল্যান্ড ইস্যুতে ফ্রান্সের কঠো