কোহলি-গায়কোয়াড়ের দুর্দান্ত জুটি, ভাঙল শচীনের সেই স্মরণীয় রেকর্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কোহলি-গায়কোয়াড়ের দুর্দান্ত জুটি, ভাঙল শচীনের সেই স্মরণীয় রেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
কোহলি-গায়কোয়াড়ের দুর্দান্ত জুটি, ভাঙল শচীনের সেই স্মরণীয় রেকর্ড ছবির ক্যাপশন: কোহলি-গায়কোয়াড়ের দুর্দান্ত জুটি, ভাঙল শচীনের সেই স্মরণীয় রেকর্ড
ad728
রায়পুরে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৯.৪ ওভারে ৬২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। এমন পরিস্থিতিতে ক্রিজে এসে স্থিরতার পরিচয় দেন কোহলি ও গায়কোয়াড়।

দুই তারকার ব্যাট থেকে আসে ১৫৮ বলে ১৯৫ রানের বিশাল জুটি, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড। এর আগে শচীন টেন্ডুলকার ও দিনেশ কার্তিকের ১৯৪ রানের জুটিই ছিল শীর্ষে।

ব্যক্তিগত পারফরম্যান্সেও ছাপ রেখে গেছেন দুজনই।
রুতুরাজ গায়কোয়াড় ওয়ানডে ক্যারিয়ারে প্রথম শতক পূর্ণ করেন ৮৩ বলে ১২ চার ও ২ ছক্কায়। মার্কো ইয়ানসেনের বলে তিনি আউট হওয়ার আগে কিউইসের মতো ঠাণ্ডা মাথায় ব্যাট চালিয়ে দলের ভিত্তি শক্ত করেন।

অন্যদিকে দায়িত্বশীল ইনিংস খেলে বিরাট কোহলি তুলে নেন ক্যারিয়ারের ৫৩তম ওয়ানডে শতক। ৯৩ বলে ১০২ রানের ইনিংসটি সাজান ৭ চার ও ২ ছক্কায়।

তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে ভারত ৫০ ওভার শেষে সংগ্রহ করে ৩৫৮ রান। আজকের ম্যাচ জিততে পারলেই সিরিজ নিজের করে নেবে রোহিত শর্মার দল। অন্যদিকে প্রোটিয়াদের সামনে রানের কঠিন লক্ষ্য তাড়া করে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ।

এদিকে শচীনের প্রথম ডাবল সেঞ্চুরির পর ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ১২টি ডাবল সেঞ্চুরি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। টেন্ডুলকারের মতোই একটি করে ডাবল সেঞ্চুরি রয়েছে গেইল, শেবাগ, ইশান কিষান, গিল, ম্যাক্সওয়েল, নিশাংকা, গাপটিল ও ফখর জামানের।

তারপরও ক্রিকেটপ্রেমীদের কাছে শচীনের ২০০ রানের ইনিংসটির আবেগ আজো অনন্য। কারণ তিনিই পথ দেখিয়েছিলেন ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির যুগের।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোট দিতে আহ্বান জামায়াত আমিরের

আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোট দিতে আহ্বান জামায়াত আমিরের