মানিলন্ডারিংয়ের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে থাকা একাধিক স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে— ঢাকার মহাখালী ডিওএইচএসে অবস্থিত একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবস্থিত দুটি দুইতলা ভবন, মানিকগঞ্জ সদর এলাকায় একটি চারতলা বাড়ি এবং রাজধানীর পূর্বাচলে ৯ কাঠা আয়তনের একটি প্লট। পাশাপাশি আরও ১২ বিঘা জমিও জব্দের আওতায় এসেছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুসন্ধান চলমান থাকায় এসব স্থাবর সম্পদ সংরক্ষণের স্বার্থেই জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের পক্ষ থেকে উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম আদালতে আবেদনটি করেন। আবেদনে বলা হয়, মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে সম্পদ হস্তান্তর বা গোপনের আশঙ্কা থাকায় এসব স্থাবর সম্পদ জব্দ করা জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।