শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত শেষে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুল তুলে দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ঘোষণা দেন আনোয়ার হোসেন মিয়া।

বিএনপিতে যোগদানের সময় আনোয়ার হোসেন মিয়া বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তার দাবি, একাধিক হামলা ও মামলার মুখোমুখি হতে হয়েছে তাকে। এসব অভিজ্ঞতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, “বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতকে শক্তিশালী করতেই আজ আমি বিএনপিতে যোগ দিলাম। আগামীর দিনে একজন কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

এ সময় বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, রাশেদ মাতুব্বর এবং যুবদল নেতা এনায়েত হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের একজন গুরুত্বপূর্ণ নেতার বিএনপিতে যোগদান ফরিদপুর-২ আসনের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। এতে স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইতিহাসের নীরব সাক্ষী: মানবিক ফাতেমা

ইতিহাসের নীরব সাক্ষী: মানবিক ফাতেমা