দীর্ঘ প্রায় দুই যুগ পর কুমিল্লার মাটিতে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। তাকে ঘিরে কুমিল্লাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ ও রাজনৈতিক উত্তেজনা। আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এই জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। দলীয় সূত্র জানায়, মাঠ প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, নেতাকর্মীদের সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থাপনা—সবকিছুই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জনসভার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা ও মহানগরের শীর্ষ নেতারা সরেজমিনে মাঠ পরিদর্শন করেছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। প্রতিটি মোড়, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। সর্বত্রই সাজ সাজ রব, যেন এক রাজনৈতিক উৎসবের আবহ।
দায়িত্বশীল নেতারা জানান, সুয়াগাজীর এই জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে। তাদের দাবি, উপস্থিতির দিক থেকে এই সমাবেশ কুমিল্লার রাজনৈতিক ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে। দীর্ঘদিন পর তারেক রহমান সরাসরি কুমিল্লায় বক্তব্য দেওয়ায়, তিনি কী বার্তা দেন—তা জানতে অপেক্ষায় রয়েছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ।
জনসভার জন্য সুয়াগাজী ফুলতলী মাঠের দক্ষিণ দিকে প্রায় ৫০ ফুট প্রস্থ ও ৭৫ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চে একসঙ্গে কয়েকশ নেতার বসার ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চের চারপাশে কয়েক স্তরের বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে এবং স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে।
এদিকে জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জনসভা ঘিরে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
সব মিলিয়ে দীর্ঘদিন পর তারেক রহমানের কুমিল্লা আগমনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক দিনের অপেক্ষায় রয়েছে গোটা কুমিল্লা।
কসমিক ডেস্ক