বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তারকে একান্ত সচিব এবং জ্যেষ্ঠ সাংবাদিক এ এ এম সালেহ, যিনি সালেহ শিবলী নামেও পরিচিত, তাঁকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলীয় ঘোষণায় বলা হয়েছে, সাবেক আমলা এ বি এম আব্দুস সাত্তার এখন থেকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত এ এ এম সালেহ (সালেহ শিবলী) তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, নতুনভাবে নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা শনিবার থেকেই নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রশাসনিক ও গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই দুই ব্যক্তির নিয়োগে দলের দপ্তর ব্যবস্থাপনা ও যোগাযোগ কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।