চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুইল্যছড়ি এলাকায় সরকারি জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুইল্যছড়ি নতুন মসজিদ এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সরকারি জমি দখলমুক্ত করতে একটি দল অভিযান পরিচালনা করতে গেলে স্থানীয়দের একাংশ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে বন বিভাগের চার কর্মকর্তা ও এক বনপ্রহরী আহত হন।
আহত কর্মকর্তারা হলেন—আবরারুর রহমান, খন্দকার মাফুজ আলী, বাচ্চু মিয়া ও বিপ্লব। স্থানীয় জনপ্রতিনিধি কাঞ্চননগর ইউনিয়নের ইউপি সদস্য মো. এনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানের সময় স্থানীয়দের সঙ্গে বন বিভাগের কর্মীদের উত্তেজনা তৈরি হলে সহিংসতা ঘটে।
আহতদের প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. হাসেম দাবি করেন, এলাকায় দীর্ঘদিন ধরে স্থাপনা থাকায় উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সময় পুলিশের দিকে গুলি ছোড়ার অভিযোগও ওঠে বলে তিনি জানান।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, বন বিভাগ পূর্বে নোটিশ দেওয়ার পর অভিযান শুরু করলে স্থানীয়রা উত্তেজিত হয়ে হামলায় জড়িয়ে পড়ে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে একজন কর্মকর্তা গাড়ি থেকে পড়ে যান এবং মারধরের শিকার হন। আহতদের নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম সেনাসদস্যদের সঙ্গে ঘটনাস্থলে যান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।