নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা করবেন তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা করবেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা করবেন তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জে আসছেন দলের চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় একাধিক পথসভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। মাঠপর্যায়ে প্রস্তুতি সভা, সাংগঠনিক সমন্বয় এবং জনসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে এ কর্মসূচি ঘিরে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

রূপগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য পথসভাটি সবচেয়ে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানান, লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি চলছে। শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিট কাজ করবে।

সোনারগাঁও উপজেলায় পথসভা বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।

আড়াইহাজার উপজেলায় নারায়ণগঞ্জ-2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক জনসংযোগ চালানো হচ্ছে। এখানেও পথসভায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করাই প্রস্তুতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তারেক রহমানের এই পথসভাগুলো নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আনবে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করবে। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে এসব পথসভা অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম সফর শেষে ফেরার পথেও আরও কিছু পথসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্যভাবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি বড় জনসভা আয়োজনের চেষ্টাও চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা জানা জরুরি

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা জানা জরুরি