ভারতে খেলতে অস্বীকৃতি জানাল বাংলাদেশ, আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি বিসিবির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতে খেলতে অস্বীকৃতি জানাল বাংলাদেশ, আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি বিসিবির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
ভারতে খেলতে অস্বীকৃতি জানাল বাংলাদেশ, আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি বিসিবির ছবির ক্যাপশন:
ad728

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ই-মেইলের মাধ্যমে আইসিসিকে সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। চিঠিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ফলে বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো অন্য কোনো নিরাপদ ভেন্যুতে আয়োজনের আবেদন জানানো হয়েছে।

বিসিবি সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি দুপুর ১টায় বোর্ডের ১৭ জন পরিচালক অনলাইনে একটি জরুরি সভায় অংশ নেন। সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে না। ওই সিদ্ধান্ত অনুযায়ী আইসিসিকে লিখিতভাবে জানানো হয়।

সম্প্রতি আইপিএল ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। সাম্প্রদায়িক চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বলে অভিযোগ ওঠে। ফলে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা।

এই ঘটনায় দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো জাতীয় দলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন ওঠে—এমন উদ্বেগ প্রকাশ করেন ভক্ত ও সংশ্লিষ্ট মহল।

এ প্রসঙ্গে শনিবার রাতে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বিসিবিকে পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল সেখানে গিয়ে নিরাপদ বোধ করবে না। তাই বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে বোর্ডকে বলা হয়েছে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। রাজনৈতিক ও কূটনৈতিক কারণে আগেই পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় নির্ধারণ করা হয়েছে। সেই দৃষ্টান্ত সামনে রেখেই বাংলাদেশও বিকল্প ভেন্যুর দাবি তুলেছে।

এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ নারীরা, রাস্তায় ঝাড়ু মিছিল

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ নারীরা, রাস্তায় ঝাড়ু মিছিল