তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করলেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করলেন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করলেন ছবির ক্যাপশন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করছেন তারেক রহমান
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকাল ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন।

এ সময় তিনি কবরের পাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ফাতিহা পাঠ ও দোয়া করেন। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য নেতাকর্মী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমানও উপস্থিত ছিলেন।

তারেক রহমান সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন। এবার তিনি লালসবুজ রঙের বাসের পরিবর্তে সাদা রঙের গাড়িতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান, যা ফুলে সাজানো ছিল। তার আগমন উপলক্ষে রাস্তার দুপাশে বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার ছিল।

কবর জিয়ারতের পর তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন ভবনে যান। এরপর ধানমন্ডির মাহবুব ভবনে কিছু সময় থাকার পর তাঁর মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যাবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন। তাঁর দেশে প্রত্যাবর্তনের সময় রাজধানীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যার বিচার দাবি, বেলা ৩টায় ইনকি

নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যার বিচার দাবি, বেলা ৩টায় ইনকি