ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নেতা-কর্মীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে। তবে নির্বাচনী তফসিল ঘোষিত থাকায় এসব ট্রেন পরিচালনার ক্ষেত্রে সাতটি কঠোর শর্ত আরোপ করেছে রেলপথ মন্ত্রণালয়।
২৪ ও ২৫ ডিসেম্বর দেশের ১০টি রুটে বিশেষ ট্রেনগুলো চলাচল করবে। রেলপথ মন্ত্রণালয় পৃথক চিঠির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে শর্তগুলোর বিষয়ে অবহিত করেছে। এর মধ্যে অন্যতম শর্ত হলো—কোনো অবস্থাতেই বিশেষ ট্রেনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না।
শর্ত অনুযায়ী, ট্রেনের ভেতরে বা বাইরে নির্বাচনসংক্রান্ত কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্রতীক, লোগো কিংবা সদৃশ কোনো উপকরণ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে মাইক, সাউন্ড সিস্টেমসহ যেকোনো ধরনের প্রচারণামূলক সরঞ্জাম ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্রেন চলাকালে স্লোগান, মিছিল বা রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না।
এ ছাড়া নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন, ছাদে কিংবা ঝুঁকিপূর্ণভাবে যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শর্ত ভঙ্গ হলে অথবা ট্রেন, রেলপথ কিংবা সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে ট্রেন ভাড়া গ্রহণকারীকে ক্ষতিপূরণ দিতে হবে।
রেলপথ মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, বিশেষ ট্রেনের জন্য নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে হবে। নিয়মিত ট্রেন চলাচল বা সময়সূচি ব্যাহত করা যাবে না এবং পূর্বনির্ধারিত স্টেশন ছাড়া অন্য কোথাও ট্রেন থামানো যাবে না। প্রয়োজনে নির্বাচন কমিশন, সরকার বা রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের চলাচল স্থগিত, সীমিত বা বাতিল করতে পারবে—এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
বিশেষ ট্রেন পরিচালনার কারণে ২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চলের নিয়মিত তিনটি কমিউটার ট্রেন—রোহনপুর, ঢালারচর ও রাজবাড়ী এক্সপ্রেস—চলাচল করবে না।
সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করে ১৮ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিএনপি সাতটি বিশেষ ট্রেন রিজার্ভের অনুমতি চেয়েছিল। জানা গেছে, লন্ডন থেকে ২৫ ডিসেম্বর দেশে পৌঁছাবেন তারেক রহমান। ওই দিন পূর্বাচলে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, নির্বাচনী তফসিল ঘোষিত থাকায় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই বিশেষ ট্রেন পরিচালনার ক্ষেত্রে এসব শর্ত নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই এসব ট্রেন নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না।
কসমিক ডেস্ক