বসন্তের কোকিলের মতো নেতাদের প্রত্যাখ্যান করবে মানুষ: সারজিস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বসন্তের কোকিলের মতো নেতাদের প্রত্যাখ্যান করবে মানুষ: সারজিস

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
বসন্তের কোকিলের মতো নেতাদের প্রত্যাখ্যান করবে মানুষ: সারজিস ছবির ক্যাপশন:
ad728

পঞ্চগড়-১ আসনের দশ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, নির্বাচনের এক মাস আগে যাদের হঠাৎ করে দেখা যায় এবং পরবর্তী চার বছর ১১ মাস আর খুঁজে পাওয়া যায় না—এমন নেতাদের এবার জনগণ বয়কট করবে। তিনি বলেন, মানুষ আর ‘বসন্তের কোকিল’ রাজনীতি মেনে নেবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পঞ্চগড় সুগার মিল মাঠে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের শুক্রবারের জনসভার প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যাদের নির্বাচনের এক মাস আগে বসন্তের কোকিলের মতো দেখা যায়, আর বাকি সময় তাদের পাওয়া যায় না—যাদের কারণে মানুষ নির্যাতন ও জুলুমের শিকার হয়েছে, যারা জনগণের ভোগান্তির কারণ হয়েছে—তাদের মানুষ এবার বয়কট করবে।”

তিনি দাবি করেন, বর্তমানে পুরো দেশের মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। তার ভাষায়, কৃষক, শ্রমিক, মজুরসহ সব শ্রেণি-পেশার মানুষ এখন পরিবর্তন চায়। জুলাইয়ের অভ্যুত্থানের যে বার্তা জনগণের বিবেককে নাড়া দিয়েছে, তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে।

এনসিপি নেতা বলেন, এবার মানুষ আর দলীয় প্রতীক বা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে ভোট দেবে না। ভোটাররা যাচাই করবে—কে সব সময় তাদের পাশে ছিল, কে মানুষের উপকার করতে না পারলেও অন্তত ক্ষতি করেনি।

তিনি আরও বলেন, মানুষ তাদের বয়কট করবে যারা ভোট না দিলে ভয় দেখিয়েছে, নির্বাচনের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, মামলা থেকে নাম কাটানোর নামে অর্থ আদায় করেছে এবং যারা বারবার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে পারেনি।

সারজিস আলমের মতে, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি জবাবদিহির নির্বাচন। মানুষ এবার নিজেদের অভিজ্ঞতা, কষ্ট ও প্রত্যাশার আলোকে সিদ্ধান্ত নেবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সারজিস আলমের এই বক্তব্য মূলত দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে জনমনের ক্ষোভকে প্রতিফলিত করে। নির্বাচনী প্রচারে এই ধরনের বক্তব্য পরিবর্তনমুখী ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগের তুলনায় স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ড।

আগের তুলনায় স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ড।