ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ ও নির্ভীক ছিলেন শহীদ ওসমান হাদি: আসিফ নজরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ ও নির্ভীক ছিলেন শহীদ ওসমান হাদি: আসিফ নজরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ ও নির্ভীক ছিলেন শহীদ ওসমান হাদি: আসিফ নজরুল ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাবর্তনে বক্তব্য দিচ্ছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ad728

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শহীদ ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে সৎ ও নির্ভীকভাবে কাজ করে গেছেন। গণঅভ্যুত্থানের পর যখন অনেকেই নানাভাবে সুবিধা নিয়েছেন, তখনও তিনি নৈতিক অবস্থান থেকে সরে যাননি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে অবস্থিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সপ্তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, যারা প্রকৃত অর্থে দেশের জন্য কাজ করেন, তারা অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন। ওসমান হাদি তার উজ্জ্বল উদাহরণ। তিনি উল্লেখ করেন, হাদির জানাজায় বিপুল মানুষের উপস্থিতি বাংলাদেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত।

সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আক্তার হোসেন খাঁন।

আইন উপদেষ্টা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা, শিক্ষা ও অর্থনীতি নানাভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি শোষক গোষ্ঠীর কবল থেকে মুক্তি পেয়েছে।

শহীদ ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে তিনি বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দেন। তিনি বিশ্বাস করেন, এই ক্ষণস্থায়ী পৃথিবীর চেয়ে হাদি এখন অনেক ভালো অবস্থানে আছেন।

সাম্প্রতিক বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গ টেনে ড. আসিফ নজরুল বলেন, হামলাকারীদের তুলনায় দেশে সৃষ্টিশীল ও আত্মত্যাগী মানুষের সংখ্যা অনেক বেশি। এই তরুণদের কারণেই দেশ এগিয়ে যাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সংসদের লড়াইয়ের চেয়েও বড় অনলাইন নির্বাচন

সংসদের লড়াইয়ের চেয়েও বড় অনলাইন নির্বাচন