এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সদস্য নীলিমা দোলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সদস্য নীলিমা দোলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সদস্য নীলিমা দোলা ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা (ফাইল ছবি)
ad728

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে নীলিমা দোলা লেখেন, এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থী রাজনীতির নতুন পথ সৃষ্টি করা সম্ভব নয়। তিনি জানান, শুরুতে তিনি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলেন এই আশায় যে, জুলাই পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে দলটি কাজ করবে। তবে সাম্প্রতিক সময়ে দলটির একাধিক সিদ্ধান্ত তাঁর কাছে স্পষ্ট করেছে যে এনসিপি ক্রমেই ডানপন্থী রাজনৈতিক ধারার দিকে ঝুঁকে পড়ছে এবং সেই রাজনীতিকেই তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

নীলিমা দোলা আরও লেখেন, জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট কোনো কৌশলগত জোট নয়। তাঁর মতে, যদি এটি কৌশলগত হতো, তাহলে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর পদত্যাগ ঘটত না। তিনি অভিযোগ করেন, দলের নেতাকর্মীদের অন্ধকারে রেখে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাইয়ের জনতার কাছে এনসিপির বড় দায় রয়েছে। অভ্যুত্থানের পর এনসিপির ওপর যে বিশ্বাস ও আস্থা দেশের মানুষ রেখেছিল, তা গত কয়েক মাসে ভেঙে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষায়, আসন্ন কঠিন সময়ে জনগণ এনসিপিকে এর উপযুক্ত জবাব দেবে।

নীলিমা দোলা আরও লেখেন, হাজারো জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এনসিপি রাজনীতিতে এসেছিল। তিনি দলের নেতাদের উদ্দেশে বলেন, ধর্মীয় রাজনীতিকে সামনে এনে রাজনৈতিক খেলায় নামার জন্য শহীদেরা জীবন দেননি। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব বা অভ্যুত্থান হয়নি।

পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর এবং তাঁর মতো মানুষের এনসিপি থেকে বিদায় প্রমাণ করে যে বাংলাদেশে এনসিপির বাইরে আরও একটি জুলাই-চেতনার পক্ষশক্তি রয়েছে। তিনি মনে করেন, এই শক্তি বাংলার জনতা ও দেশের বাস্তবতা সম্পর্কে সচেতন বলেই ভবিষ্যতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নীলিমা দোলার এই পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ রাজনীতি ও সাম্প্রতিক জোট কৌশল নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
খালেদা জিয়ার জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

খালেদা জিয়ার জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান