অভিনয় ছেড়ে দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় রিমি সেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অভিনয় ছেড়ে দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় রিমি সেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
অভিনয় ছেড়ে দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় রিমি সেন ছবির ক্যাপশন:
ad728

বলিউডে একসময় নিয়মিত কাজ করা অভিনেত্রী রিমি সেন এখন অভিনয় জগৎ থেকে দূরে। ‘ধুম ২’ ছবিতে অভিষেক বচ্চনের বিপরীতে তার অভিনয় ও পর্দার রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে রুপালি পর্দা থেকে সরে এসে ভিন্ন এক পথে হাঁটলেন তিনি। বর্তমানে রিমি সেন দুবাইয়ে বসবাস করছেন এবং সেখানে রিয়েল এস্টেট বা বহুতল নির্মাণ–সংক্রান্ত ব্যবসা শুরু করেছেন।

রিমির মতো বলিউডের আরও বেশ কয়েকজন তারকা অভিনয়ের পাশাপাশি বা অভিনয় ছেড়ে সম্পত্তি ব্যবসায় মনোযোগী হয়েছেন। তাদের মধ্যে অন্যতম বিবেক ওবেরয়। ‘কোম্পানি’ ও ‘সাথিয়া’র মতো প্রশংসিত ছবিতে অভিনয়ের পর ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান তিনি। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও সম্পত্তি ব্যবসাতেই তার প্রধান আগ্রহ।

আরেকজন পরিচিত নাম সুনীল শেট্টী। ২০০৮ সাল থেকেই তিনি নিজস্ব বহুতল নির্মাণ সংস্থার যাত্রা শুরু করেন। ‘বর্ডার’ ও ‘ধড়কন’-এর মতো জনপ্রিয় ছবির এই অভিনেতা পরে ইন্ডাস্ট্রি থেকে কিছুটা দূরত্ব রেখে ব্যবসায় মন দেন। বর্তমানে খান্ডালা, লোনাভালা ও গোয়ায় তার নির্মিত একাধিক আবাসন প্রকল্প রয়েছে।

অভিনেতা ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীও সম্প্রতি সম্পত্তি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি মুম্বাইয়ের বান্দ্রায় ৬০ বছরের পুরোনো একটি আবাসন পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য, তিনি বলিউড অভিনেতা সালমান খানের আত্মীয়।

সরাসরি নির্মাণ ব্যবসায় যুক্ত না হলেও বলিউডে এমন বহু তারকা রয়েছেন, যারা নিয়মিত রিয়েল এস্টেটে বিনিয়োগ করেন। অভিষেক বচ্চন গত কয়েক বছরে এই খাতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে আসছেন। অক্ষয় কুমারও একটি বহুতল নির্মাণ সংস্থায় সক্রিয় বিনিয়োগকারী হিসেবে যুক্ত আছেন। ২০২৫ সালে মুম্বাইয়ে তিনি প্রায় ১০০ কোটি রুপির সম্পত্তি বিক্রি করেছেন বলে জানা যায়।

এ ছাড়া জিতেন্দ্র ও তুষার কাপুরও রিয়েল এস্টেট খাতে নিয়মিত বিনিয়োগ করে থাকেন। ২০২৫ সালে তারা ১১ তলা একটি আবাসন বিক্রি করেছেন প্রায় ৫৫৯ কোটি রুপিতে।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, অভিনয়ের বাইরে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও স্থায়ী আয়ের জন্য বলিউড তারকাদের বড় একটি অংশ এখন রিয়েল এস্টেট ব্যবসার দিকে ঝুঁকছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে ঢাবির চার শিক্ষক স্

শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে ঢাবির চার শিক্ষক স্