ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানাল উত্তর কোরিয়া The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানাল উত্তর কোরিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানাল উত্তর কোরিয়া ছবির ক্যাপশন:
ad728

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর গুরুতর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ ও নৃশংসতার প্রকৃত চেহারা তুলে ধরে। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি উত্তর কোরিয়া।

এদিকে ভেনেজুয়েলার জনগণ ও দেশটির নির্বাচিত সরকারের প্রতি সমর্থন জানিয়েছে ইরান। ৪ জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্তোর সঙ্গে এক ফোনালাপে তেহরানের অবস্থান তুলে ধরেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘মার্কিন সামরিক আগ্রাসন’ চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে দেশটির বৈধ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ‘অপহরণ’-এর তীব্র নিন্দা জানানো হয়। ইরান এই ঘটনাকে সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যা দেয়।

এর আগে গত শনিবারও ইরান ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার নিন্দা জানায়। মাদুরোকে আটক করার খবর প্রকাশের পর তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে।

এদিকে সিবিএস নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কারাকাসে বিস্ফোরণের বিষয়টি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আগেই জানতেন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেন।

হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ‘লার্জ স্কেল স্ট্রাইক’ বা ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে।

ট্রাম্প সতর্ক করে বলেন, প্রয়োজন হলে ভেনেজুয়েলায় আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে তার দাবি, বর্তমান অভিযান সফল হওয়ায় এবং মাদুরো আটক থাকায় আপাতত নতুন করে হামলার সম্ভাবনা নেই।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও সমালোচনা ক্রমেই বাড়ছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই ঘটনার প্রভাব এবং এর কূটনৈতিক পরিণতি নিয়ে নজর রাখছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারিখ বদলের পরও অচলাবস্থা, সংকটে অমর একুশে বইমেলা

তারিখ বদলের পরও অচলাবস্থা, সংকটে অমর একুশে বইমেলা