অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সাক্ষাৎ করতে যাচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বিকেল ৫টায় রাজধানীর যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এনসিপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে আরও উপস্থিত থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, দলের সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিশেষ করে নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে এনসিপির পক্ষ থেকে উদ্বেগ ও আপত্তির বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে।
এনসিপির অভিযোগ, চলমান নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক হচ্ছে, যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করাই এই সাক্ষাতের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে দলটি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের সময়কালে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার ধারাবাহিক সংলাপ রাজনৈতিক পরিবেশকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়ক হতে পারে। বিশেষ করে নির্বাচনকে ঘিরে উদ্ভূত অভিযোগ ও অনিশ্চয়তা দূর করতে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাক্ষাৎ শেষে যমুনার বাইরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে বৈঠকে আলোচিত বিষয়গুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মতামত ও অভিযোগ তুলে ধরছে। এ প্রেক্ষাপটে এনসিপির এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।
কসমিক ডেস্ক